Breaking News
Home / আন্দোলনের খবর / দর্জি শ্রমিকদের রাজ্য কনভেনশন

দর্জি শ্রমিকদের রাজ্য কনভেনশন

70 Year 29 Issue 9 March 2018

গারমেন্টস শ্রমিকদের (দর্জি) সরকারি পরিচয়পত্র প্রদান, বাঁচার মতো নূ্ন্যতম মজুরি প্রদান, শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষা ও সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা, সরকারি পেনশন চালু করা, স্বল্পমূল্যে বিদ্যুৎ সরবরাহ, মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও আর্থিক সাহায্যের ব্যবস্থা প্রভৃতি দাবিতে ৭ মার্চ কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে সারা বাংলা গার্মেন্টস শ্রমিক (দর্জি) ইউনিয়নের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়৷ নন্দ পাত্র, আলিনুর মণ্ডল, নির্মল মণ্ডলকে কনভেনর করে ৪৮ জনের প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে৷ বক্তারা ক্ষোভের সাথে বলেন দেশে এক কোটিরও বেশি মানুষ এই পেশায় যুক্ত৷ সরকার পোশাক শিল্প থেকে প্রতি বছর কোটি কোটি টাকা ট্যাক্স আদায় করে৷ অথচ এঁদের সমস্যার সমাধানে সরকার উদাসীন৷ কমিটি ৬ দফা দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে৷