Breaking News
Home / খবর / তুফানগঞ্জে মদ বন্ধের দাবিতে আন্দোলনে মহিলারা

তুফানগঞ্জে মদ বন্ধের দাবিতে আন্দোলনে মহিলারা

মদ বন্ধে কার্যকরী পদক্ষেপ করতে হবে– এই দাবিতে ৩ জানুয়ারি কোচবিহারের তুফানগঞ্জ থানায় ডেপুটেশন দেয় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তুফানগঞ্জ মহকুমা কমিটি৷ সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়৷ থানায় ডেপুটেশন দেওয়ার আগে একটি সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে৷ নেতৃত্ব দেন মহকুমা সম্পাদিকা রবিয়া সরকার এবং সভানেত্রী শোভা বল৷

(গণদাবী : ৭১ বর্ষ ২২ সংখ্যা)