Breaking News
Home / অন্য রাজ্যের খবর / তামিলনাড়ুতে পুলিশি বর্বরতা ও স্বেচ্ছাচারিতার ঘটনাকে ধিক্কার এস ইউ সি আই (সি)

তামিলনাড়ুতে পুলিশি বর্বরতা ও স্বেচ্ছাচারিতার ঘটনাকে ধিক্কার এস ইউ সি আই (সি)

তামিলনাড়ুতে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সী পি জয়রাজ ও তাঁর পুত্র ৩১ বছরের জে বেনিক্সের৷ ঘটনার অভিঘাতে পুলিশি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন রাজ্যের মানুষ৷

সংবাদে প্রকাশ, তামিলনাড়ুর সাথানকুলামে ছোট দুটি দোকান চালাতেন জয়রাজ ও বেনিক্স৷ লকডাউনে অনুমোদিত সময়সীমার পরেও দোকান খুলে রাখার অভিযোগে তাঁদের স্থানীয় থানায় ধরে নিয়ে যায় পুলিশ, গত ১৯ জুন৷ সেখানে তাঁদের বেধড়ক মারধর করা হয়৷ পরদিন হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট সহ তাঁদের সাথানকুলামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়৷ তিনি এঁদের শারীরিক পরিস্থিতি বিবেচনা না করেই ১০০ কিমি দূরে কোভিলপট্টির সাব–জেলে পাঠান৷ অসুস্থ বোধ করলে সেখান থেকে তাঁদের কোভিলপট্টি সরকারি হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে ২২ জুন রাতে বেনিক্স এবং পরদিন ভোরে তাঁর বাবার মৃত্যু হয়৷

এই ঘটনা প্রকাশিত হতেই পুলিশি বর্বরতার প্রতিবাদে ২৩ জুন সাথানকুলামের দোকানমালিক ও সাধারণ মানুষ ধরনায় বসেন৷ পরদিন রাজ্য জুড়ে সমস্ত দোকানপাট বন্ধ থাকে৷

পুলিশি হেফাজতে পিতা–পুত্রের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তামিলনাড়ুর পুলিশ ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (সি) তামিলনাড়ু রাজ্য সংগঠনী কমিটি ২৪ জুন একটি বিবৃতি প্রকাশ  করে৷ বিবৃতিতে ঘটনার দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও পুলিশকর্মীদের শাস্তির দাবি করা হয়৷ নিহতদের পরিবারবর্গকে যথাযোগ্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়৷ বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের ওপর এবং গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশি নির্মমতার ঘটনা ক্রমাগত বাড়ছে৷ সরকারও এসব বিষয়ে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে৷ বিবৃতিতে এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে৷