Breaking News
Home / খবর / ডেঙ্গু প্রতিরোধের দাবি, কলকাতা ও বিধাননগরে বিক্ষোভ

ডেঙ্গু প্রতিরোধের দাবি, কলকাতা ও বিধাননগরে বিক্ষোভ

বিধাননগর পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে৷ সল্টলেক সহ বাগুইআটি, কেষ্টপুর, যাত্রাগাছি প্রভৃতি এলাকায় বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন৷ অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৬ নভেম্বর বিধাননগর মেয়রের উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয় এস ইউ সি আই (সি) রাজারহাট এবং সল্টলেক আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে (ছবি)৷ নেতৃত্ব দেন পার্টির সল্টলেক ও রাজারহাট আঞ্চলিক কমিটির সম্পাদক যথাক্রমে কমরেড স্নেহাশীষ দাস ও কমরেড জগন্ময় কর্মকার৷ এছাড়া ১ নভেম্বর কলকাতা কর্পোরেশনে মেয়রের দপ্তরে ৫ সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৪ সংখ্যা)