Breaking News
Home / খবর / জোড়া খুন : বারুইপুর কোর্টে বিক্ষোভ

জোড়া খুন : বারুইপুর কোর্টে বিক্ষোভ

২৩ জানুয়ারি কুলতলির মেরিগঞ্জে নৃশংসভাবে খুন হন মুস্তারি বিবি ও অবিরা খাতুন৷ হত্যায় অভিযুক্তদের কোর্টে তোলা হয় ৬ ফেব্রুয়ারি৷ সিপিডিআরএস ওই দিন অভিযুক্তদের শাস্তির দাবিতে বারুইপুর কোর্টে বিক্ষোভ দেখায়৷ শতাধিক গ্রামবাসীও বিক্ষোভে সামিল হন৷ তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং কোনও অজুহাতেই অভিযুক্তদের জামিন না দেওয়ার দাবি জানান৷

(গণদাবী : ৭২ বর্ষ ২৭ সংখ্যা)