Breaking News
Home / খবর / জি ডি বিড়লায় শিশু নির্যাতন, সভ্যতার লজ্জা

জি ডি বিড়লায় শিশু নির্যাতন, সভ্যতার লজ্জা

৩০ নভেম্বর চার বছরের এক শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চলে দক্ষিণ কলিকাতার জি ডি বিড়লা স্কুলে৷ বিপুল ফি নেওয়া এই সুক্লে নিরাপত্তার কোনও ব্যবস্থাই নেই৷ এই জঘন্য ঘটনায় মানুষ শিউরে উঠেছে৷ ১ ডিসেম্বর ছাত্রীদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে যাদবপুর থানায় বিক্ষোভ দেখায় ডিএসও, ডিওয়াইও এবং এমএসএস–এর নেতৃত্বে ছাত্র, যুব ও মহিলারা৷ আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ ও শত শত অভিভাবক৷ নারী নিগ্রহবিরোধী নাগরিক কমিটিও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে৷