Breaking News
Home / খবর / জলপাইগুড়িতে জেলা রাজনৈতিক শিক্ষাশিবির

জলপাইগুড়িতে জেলা রাজনৈতিক শিক্ষাশিবির

‘সমাজতন্ত্রই বাঁচার একমাত্র পথ’ পুস্তকটির উপর ২-৩ এপ্রিল জলপাইগুড়ি জেলার কর্মীদের নিয়ে রাজনৈতিক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয় রাজগঞ্জ শহরে। মূল আলোচক ছিলেন এসইউসিআই(সি) পলিটবুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নভেন্দু পাল, রাজ্য কমিটির সদস্য, জেলার প্রবীণ কমরেড তপন ভৌমিক এবং জেলা কমিটির সদস্য ও প্রবীণ নেতা কমরেড জয়দেব মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ২ এপ্রিল রাজগঞ্জ শহর সহ জেলার প্রায় সর্বত্র প্রচণ্ড বৃষ্টি হয়। এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক পার্টিকর্মী ও সংগঠক ক্লাসে উপস্থিত হন এবং আগ্রহ সহকারে আলোচনা শোনেন। ৩ এপ্রিল একটি সুশৃঙ্খল মিছিল রাজগঞ্জ শহর পরিক্রমা করে।

গণদাবী ৭৪ বর্ষ ৩৫ সংখ্যা ২২ এপ্রিল ২০২২