Home / আন্দোলনের খবর / চিটফান্ড আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভ

চিটফান্ড আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভ

সিঙ্গুর

সরকারকে দায়িত্ব নিয়ে সমস্ত চিটফান্ড কোম্পানির আমানতকারীদের প্রাপ্য টাকা সুদসহ অবিলম্বে ফেরত দেওয়া, এজেন্টদের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেওয়া এবং দোষীদের কঠোর শাস্তি ও চিটফান্ডে ক্ষতিগ্রস্ত মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ২১ আগস্ট অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হুগলি জেলার পক্ষ থেকে জেলার গ্রামীণ এস পি এবং সিঙ্গুর বি ডি ও–র কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ জেলার ১১টি থানা থেকে কয়েকশো আমানতকারী ও এজেন্ট মিছিল করে প্রথমে সিঙ্গুর বিডিও–তে তিন ঘন্টা অবস্থান করেন৷ পরে পাঁচজনের একটি প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয়৷ দীর্ঘক্ষণ আলোচনার পর বিডিও দাবিপত্রটি প্রশাসনের উপরমহলে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন৷

পূর্ব বর্ধমান

এরপর আন্দোলনকারীরা মিছিল করে সিঙ্গুর থানায় যান৷ কমিটির রাজ্য সহ সভাপতি অশোকতরু প্রধান, জেলার সভাপতি মহাদেব কোলে, সম্পাদক অমিতা বাগ এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়, এই পাঁচজন প্রতিনিধি ডি এস পি–র মাধ্যমে  এস পি–কে স্মারকলিপি প্রদান করেন৷ ডি এস পি জানান, প্রশাসনের পক্ষ থেকে এজেন্টদের নিরাপত্তার বিষয়টি দেখা হবে এবং দাবিগুলি রাজ্য স্তরে জানানো হবে৷ তিনি এও জানান, জেলার সমস্ত চিটফান্ড কোম্পানির নামের লিস্ট জমা দিলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং আমানতকারীদের অর্থ ফেরাতে তাঁরা প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেবেন৷ একই দাবিতে ২০ আগস্ট পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে ওই জেলার আন্দোলনকারী, আমানতকারী ও এজেন্টরা ডেপুটেশন দেন৷

(৭১ বর্ষ ৬ সংখ্যা ৭ সেপ্টেম্বর, ২০১৮)