Home / খবর / চিটফান্ড আমানতকারীদের আন্দোলনে বর্বর লাঠিচার্জ, গ্রেপ্তার পাঁচশোর বেশি, আহত ১২১

চিটফান্ড আমানতকারীদের আন্দোলনে বর্বর লাঠিচার্জ, গ্রেপ্তার পাঁচশোর বেশি, আহত ১২১

চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে ২১ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশন৷ হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে দু’টি বিশাল মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেয়৷ রাজ্যের তৃণমূল সরকারের পুলিশ বাহিনী হাওড়া ব্রিজেই তাঁদের আটকে দেয় এবং নির্বিচারে লাঠি চার্জ করে৷ অপরদিকে শিয়ালহ থেকে ২০ হাজার মানুষের মিছিল ডোরিনা ক্রসিং–এ এলে পুলিশ তাঁদের উপরও বেধড়ক লাঠি চালায়৷ দুই জায়গায় পাঁচ শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়৷ মহিলা সহ মোট ১২১ জন আহত হন৷ ৫ জন মহিলা গুরুতর আহত হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়৷ এই ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ২২ জানুয়ারি সারা বাংলা প্রতিবাদ দিবস পালিত হয়৷ সংগঠনের সভাপতি রূপম চৌধুরী এবং সম্পাদক বিশ্বজিৎ সাঁপুই এই হামলার তীব্র নিন্দা করে বলেন, পুলিশি অত্যাচার চললেও আন্দোলন চলবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৫ সংখ্যা)