Breaking News
Home / খবর / চাকরিপ্রার্থীদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

চাকরিপ্রার্থীদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

পিএসসি-র প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ এপ্রিল এক প্রেস বিবৃতিতে বলেন,

পিএসসি-র ফুড সার্ভিস সেক্টরের সাব-ইনস্পেক্টর পদের প্যানেলে ৯১৭ জনের নাম থাকলেও ১০০ জনকে চাকরি দেওয়ার পর আর কাউকে ডাকা হয়নি। প্যানেলভুক্ত বাকি প্রার্থীরা বারবার আবেদন করেও সুরাহা না হওয়ায় আজ তাঁরা টালিগঞ্জের পিএসসি দপ্তরে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ তাঁদের প্রশ্নের কোনও জবাব দেননি। উপরন্তু পুলিশ তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের এমনকি মহিলাদেরও যেভাবে পুলিশ টেনে হিঁচড়ে ভ্যানে তোলে তা অত্যন্ত ন্যক্কারজনক। তীব্র গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শিক্ষক, ডব্লিউবিসিএস প্রভৃতি নানা স্তরে চাকরি নিয়ে রাজ্যে যে চরম দুর্নীতি চলছে তাতে প্যানেলভুক্তদের আশঙ্কার যথেষ্ট কারণ আছে। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে পিএসসি-এসএসসি সমস্ত প্যানেলভুক্ত প্রার্থীদের চাকরি প্রদানের দাবি করছি।

গণদাবী ৭০ বর্ষ ৩৭ সংখ্যা ৬ মে ২০২২