Breaking News
Home / খবর / ঘরে ফেরার পথে প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকদের স্মরণে শোকদিবস

ঘরে ফেরার পথে প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকদের স্মরণে শোকদিবস

পরিযায়ী শ্রমিকরা শত শত মাইল হেঁটে, বাড়ি ফেরার পথে অনাহারে ক্লান্তিতে পথের ধূলাতেই শেষনিঃশ্বাস ফেলেছেন। মালগাড়ির চাকার তলায়, ট্রাক কিংবা গাড়ির ধাক্কাতে প্রাণ হারাচ্ছেন বহুজন। মৃত শ্রমিকদের স্মরণে ১১ মে ‘শোক দিবস’ পালন করল শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি।

সংগঠনের সর্বভারতীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে দেশের বেশিরভাগ রাজ্যর রাজধানী এবং সহর, গঞ্জ, গ্রামে অসংখ্য জায়গায় শোক বেদি স্থাপন ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচিতে শ্রমিকরা সামিল হন। মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতি পূরণের দাবি তোলা হয়।

৮ ঘণ্টার শ্রম দিবস বজায় রাখা, প্রচেষ্টা প্রকল্পে নথিভুক্তির মেয়াদ বৃদ্ধি, লকডাউন সময়ের পূর্ণ বেতন সহ ৭ দফা দাবিতে ১১-১৭ মে পশ্চিমবঙ্গে সমস্ত এসডিও, বিডিও সহ প্রশাসনিক দফতরে দাবি পেশ করার কর্মসূচি নিয়েছে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।