Home / খবর / কোলাঘাট ফুলবাজার উন্নয়নের দাবিতে বিক্ষোভ

কোলাঘাট ফুলবাজার উন্নয়নের দাবিতে বিক্ষোভ

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কোলাঘাট ফুলবাজারে অবিলম্বে মেঝে, শেড, শৌচাগার সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ–পূর্ব রেলওয়ের সদর দপ্তর খড়গপুর ডিআরএম অফিসে প্রায় পাঁচ শতাধিক ফুল চাষি ও ফুল ব্যবসায়ী বিক্ষোভ দেখান৷ তাঁরা খড়গপুর স্টেশন থেকে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির ব্যানারে এক সুসজ্জিত মিছিল সহকারে ডিআরএম অফিসের মূল গেটে জড়ো হন৷ বিক্ষোভ সভায়  বক্তব্য রাখেন, সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক, সুরঞ্জন মহাপাত্র৷ পরে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কো–র্ডিনেশন)–এর নিকট জমা দেন৷ প্রতিনিধি দলে ছিলেন কোলাঘাট ফুলবাজার সমিতির উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক ও হেয়াতুল হোসেন, সভাপতি দেবব্রত কোলে, যুগ্ম সম্পাদক দিলীপ প্রামাণিক ও বিশ্বজিৎ মান্না প্রমুখ৷

সমিতির অভিযোগ, চাষিদের কাছ থেকে রেল দপ্তর প্রতিদিন ১০ টাকা ও দোকানদার, পাল্লাওয়ালাদের কাছ থেকে ২৫ টাকা করে ফেরিওয়ালা টিকিট বাবদ আদায় করলেও বাজারে নেই মেঝে, শেড, শৌচাগার সহ বিশেষ কোনও ব্যবস্থা৷ সমিতির যুগ্ম সম্পাদক বলেন, এর আগেও বহুবার জানানো হয়েছে৷ আজকের কর্মসূচির পরও রেলদপ্তর কোনও কার্যকরী পদক্ষেপ না নিলে সমিতি রেল অবরোধ করতে বাধ্য হবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩১ সংখ্যা)