Home / খবর / কোচবিহারে রেলওয়ে পরিষেবা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ

কোচবিহারে রেলওয়ে পরিষেবা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ

অবিলম্বে বন্ধ বামনহাট–শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার ট্রেন চালু, প্যাসেঞ্জার ট্রেনে ভেন্ডার কোচ যুক্ত করা, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও পদাতিক সুপারফাস্ট ট্রেনে জেনারেল কোচের সংখ্যা বৃদ্ধি করা, রেলওয়ে সার্ভিসে বৈদ্যুতিকরণ এবং ডবল লাইন করা, নিউ কোচবিহার স্টেশনে চলন্ত সিঁড়ি ও ramp চালু,  হরিণ চওড়া ও নীলকুঠি রেল গেটে ওভারব্রিজ বা আন্ডার পাস–এর ব্যবস্থা প্রভৃতি দাবিতে এস ইউ সি আই (সি) ৩১ অক্টোবর বিক্ষোভ দেখায় এবং ডিআরএম–কে স্মারকলিপি দেয়৷ নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য কমরেড প্রভাত রায়৷

(৭১ বর্ষ ১৪ সংখ্যা ১৬ – ২২ নভেম্বর, ২০১৮)