Breaking News
Home / খবর / কুশমণ্ডিতে মদ বিরোধী আন্দোলনে মহিলারা

কুশমণ্ডিতে মদ বিরোধী আন্দোলনে মহিলারা

দক্ষিণ দিনাজপুরের মদ উচ্ছেদ মহিলা কমিটির উদ্যোগে কুশমণ্ডিতে মদ–জুয়া বন্ধের দাবিতে ২৩ জুন থানায় ডেপুটেশন দিলেন মহিলারা৷ মদ–জুয়ার কারবারিদের সমস্ত হুমকি উপেক্ষা করে লাগাতার আন্দোলন করে এই কমিটির সদস্যরা বেশ কয়েকটি জায়গায় মদ–জুয়া বন্ধ করেছেন৷ সম্প্রতি তাঁদের অজ্ঞাতে একটি মেলায় জুয়ার কারবারের খবর পেয়ে প্রায় ৫০ জন মহিলা জমায়েত হয়ে সমস্ত রকম মদ–জুয়া বন্ধের দাবি জানান থানায়৷ থানার ভারপ্রাপ্ত অফিসার অভিযোগ শুনতে বাধ্য হন ও সমস্যা সমাধানে  সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন৷ এই আন্দোলনে নেতৃত্ব দেন সবিতা সরকার, নীতি সরকার, মিলি সরকার, দীপ্তি শীল ও বাবলি বসাক৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)