Breaking News
Home / অন্য রাজ্যের খবর / এআইডিএসও–র নেতৃত্বে হস্টেল আন্দোলনের জয়

এআইডিএসও–র নেতৃত্বে হস্টেল আন্দোলনের জয়

কর্ণাটকের হনুমানথ নগরে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের এস সি, এস টি হস্টেলে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল৷ টয়লেট ছিল অপরিচ্ছন্ন, পাশের এক নির্মীয়মান বিল্ডিং–এর ধুলোয় বসবাস করাই দায় হয়ে উঠেছিল৷ হস্টেলে ছিল শয্যা সংখ্যার অভাব, সকলের জন্য চেয়ার টেবিলও ছিল না, ছিল বিদ্যুৎ সমস্যাও৷

ছাত্ররা কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনও প্রতিকার হয়নি৷ আন্দোলন তীব্রতর করার লক্ষ্য  নিয়ে  ছাত্ররা এআইডিএসও–র সঙ্গে যোগাযোগ করে৷ তারপর ঘোষিত হয় অনশন ধর্মঘট৷ আন্দোলন কিছুদূর এগোতেই শয্যা, টেবিল, চেয়ার আসতে শুরু করে৷ অন্যান্য দাবিগুলিও পূরণের লিখিত আশ্বাস দেওয়া হয়৷ তারপর ধর্মঘট প্রত্যাহৃত হয়৷ ছাত্রদের বক্তব্য এই আন্দোলন কর্ণাটকে হস্টেল আন্দোলনের মডেল হিসাবে কাজ করবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩২ সংখ্যা)