Home / অন্য রাজ্যের খবর / এআইডিএসও-র কেরালা রাজ্য সম্মেলন

এআইডিএসও-র কেরালা রাজ্য সম্মেলন

২১-২৩ জানুয়ারি এআইডিএসও-র দশম কেরালা রাজ্য সম্মেলন কোট্টায়াম শহরে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মালয়ালম কবি কুরেপুঝা শ্রীকুমার সম্মেলন উদ্বোধন করেন। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি এম জে ভলতেয়ার। জাতীয় শিক্ষানীতি ২০২০ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহ সভাপতি এম সাহজার খান। সম্মেলনে এলিনা এস-কে প্রেসিডেন্ট, অপর্ণা আর-কে সম্পাদক করে ৩৫ সদস্যের রাজ্য কমিটি এবং ৮৩ সদস্যের রাজ্য কাউন্সিল নির্বাচিত হয়। সমাপ্তি অধিবেশনে এস ইউ সি আই (সি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জেইশন জোশেফ বক্তব্য রাখেন।

গণদাবী ৭৪ বর্ষ ২৬ সংখ্যা ১১ ফেব্রুয়ারি ২০২২