Home / খবর / উত্তর দিনাজপুরের করণদিঘিতে ট্রাক্টর মিছিল

উত্তর দিনাজপুরের করণদিঘিতে ট্রাক্টর মিছিল

কৃষকমারা কৃষিনীতি ও বিদ্যুৎ আইন-২০২০ বাতিল এবং দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে ও ট্রাক্টরের ফিটনেস চার্জ এবং ট্যা’ কমানোর দাবিতে২৮ ডিসেম্বর উত্তর দিনাজপুরের করণদিঘিতে এআইকেকেএমএস-এর উদ্যোগে ট্রাক্টর মিছিল হয়। শেষে দৌমোহনায় প্রতিবাদ সভা হয় ও জাতীয় সড়কে কৃষিআইনের প্রতিলিপি পোড়ানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমরেডস সনাতন দত্ত, নকুল রাম, শান্তিলাল সিংহ প্রমুখ।

(গণদাবী-৭৩ বর্ষ ১৬ সংখ্যা_৮ জানুয়ারি, ২০২১)