Breaking News
Home / অন্য রাজ্যের খবর / আসামে মহিলাদের উপর পাশবিক নির্যাতন বিজেপি সরকারের পুলিশের 

আসামে মহিলাদের উপর পাশবিক নির্যাতন বিজেপি সরকারের পুলিশের 

হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পুলিশের দৃষ্টান্ত অনুসরণ করেই চলছে আসামের বিজেপি সরকারের পুলিশ৷ সেই কারণেই ভিন্ন ধর্মে বিয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে দরং জেলায় তিন মহিলাকে গভীর রাতে সিপাহঝাড়ের বুঢ়া পুলিশ চৌকিতে তুলে নিয়ে গিয়ে নগ্ন করে পাশবিক নির্যাতন চালালো পুলিশ৷ ৯ সেপ্টেম্বরের এই ঘটনায় থানার মধ্যেই এক নির্যাতিতার গর্ভপাত ঘটে যায়৷ এই খবর পেয়েই এ আই এম এস এস, এ আই ডি এস ও এবং এ আই ডি ওয়াই ও–র নেতৃত্বে ছাত্র–যুব–মহিলারা আন্দোলনে নামেন৷ তাঁরা দাবি তোলেন, দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অত্যাচারিত মহিলাদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে৷ ১৯ সেপ্টেম্বর এই দাবিতে দরং–এর জেলাশাসক দপ্তরে তিন সংগঠনের ডাকে শত শত মানুষ বিক্ষোভ দেখান৷ নেতৃবৃন্দ জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)