Home / অন্য রাজ্যের খবর / আসামে ছাত্র-যুব-মহিলা কনভেনশন

আসামে ছাত্র-যুব-মহিলা কনভেনশন

বিজেপি শাসিত আসামে নারীর নিরাপত্তা নেই। ধর্ষণ, প্রমাণ লোপাটে খুন ঘটেই চলেছে। বাড়ছে অশ্লীলতা ও মদের প্রসার। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ডিএসও, ডিওয়াইও এবং এমএসএস-এর একটি কনভেনশন অনুষ্ঠিত হয় তেজপুরে ৪ জানুয়ারি।

(গণদাবী-৭৩ বর্ষ ১৭ সংখ্যা_১৫ জানুয়ারি, ২০২১)