Breaking News
Home / খবর / আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবিতে বাওয়ালিতে বিক্ষোভ

আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবিতে বাওয়ালিতে বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগণার বজবজ ২ ব্লকে সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতে ৩১ জুলাই ৬ দফা দাবিতে ডি এস ও, ডি ওয়াই ও এবং এম এস এস বিক্ষোভ দেখায়৷ বাওয়ালি মোড় থেকে এক সুসজ্জিত মিছিল গ্রাম পঞ্চায়েতের সামনে গেলে পুলিশ মিছিল আটকে দেয়৷ সেখানেই বিক্ষোভ সভা হয়৷ কমরেড প্রদ্যুৎ কাবড়ী ও মিঠু বক্সীর নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল প্রধানের সঙ্গে আলোচনায় অংশ নেন৷ দাবি জানান আর্সেনিক মুক্ত পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করতে হবে৷ জি জি ওয়ান সহ সমস্ত সুতি খাল সংস্কার, জবকার্ড হোল্ডারদের কাজের মজুরি দেওয়া, নাগরিকদের হাতে সহজ উপায়ে রেশন কার্ড প্রদান, মদ নিষিদ্ধ করা এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবি জানান তাঁরা৷ সভায় বক্তব্য রাখেন এমএসএসের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মানসী রায়, ডিওয়াইও–র জেলা সম্পাদক কমরেড সঞ্জয় বিশ্বাস৷ প্রধান দু’মাসের মধ্যে দাবিগুলি যথাসম্ভব পূরণের আশ্বাস দেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)