Home / খবর / আন্দোলনের চাপে প্রথম শ্রেণি থেকেই খুলল স্কুল : জনগণকে অভিনন্দন

আন্দোলনের চাপে প্রথম শ্রেণি থেকেই খুলল স্কুল : জনগণকে অভিনন্দন

কলেজ স্ট্রিট, ১৪ ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি থেকে স্কুল পুরোপুরি খোলার সরকারি ঘোষণাকে আন্দোলনের জয় বলে অভিনন্দিত করলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি, এআইডিএসও, এআইএমএসএস এবং বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটি। সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া দরকার ছিল। তা হলে ছাত্রছাত্রীদের ক্ষতি কিছুটা এড়ানো যেত। তাঁরা একে দেরিতে হলেও সরকারের বোধোদয় বলে অভিহিত করেন। আন্দোলনের পাশে থাকা অভিভাবক-শিক্ষক-ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন সংগঠনগুলির নেতৃবৃন্দ। ইতিমধ্যে যে অসংখ্য ছাত্রছাত্রী স্কুলছুট হয়ে গিয়েছে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। কোভিড পরিস্থিতিতে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থায় শিক্ষার সব স্তরে সব রকমের ফি মকুবের দাবিও তাঁরা জানান।

গণদাবী ৭৪ বর্ষ ২৭ সংখ্যা ১৮ ফেব্রুয়ারি ২০২২