Breaking News
Home / অন্য রাজ্যের খবর / আন্দামানে মদ বন্ধের দাবি নাগরিকদের

আন্দামানে মদ বন্ধের দাবি নাগরিকদের

আন্দামান ও নিকোবরের সামাজিক–সাংস্কৃতিক সংস্থা ‘এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’–এর পক্ষ থেকে ১৭ অক্টোবর পোর্ট ব্লেয়ারে লেফটেন্যান্ট গভর্নরের কাছে একটি স্মারকলিপি দিয়ে এলাকায় মদ–গাঁজা ও জুয়ার প্রসার বন্ধের দাবি জানানো হয়৷

স্মারকলিপিতে বলা হয়, নানা প্রতিকূলতা মোকাবিলা করে দ্বীপপুঞ্জের সাধারণ মানুষ যখন সুস্থভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, সেই সময়ে রামকৃষ্ণপুর, নেতাজিনগর, রবীন্দ্রনগর, বিবেকানন্দপুর ইত্যাদি গ্রামগুলিতে নতুন বিপত্তি হিসাবে মদ ও গাঁজার ব্যাপক প্রসার ঘটছে৷ নেশার প্রকোপে পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে৷ আত্মহত্যা ও পথ–দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত বাড়ছে৷ মারাত্মক নানা রোগেরও শিকার হচ্ছে মানুষ৷

এই পরিস্থিতিতে সংস্থার পক্ষ থেকে প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে গ্রামগুলিকে মদ, গাঁজা ও জুয়ামুক্ত এলাকা হিসাবে ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়৷ নাগরিকরা জানান, মদ–গাঁজা নয়, তাঁদের প্রয়োজন স্কুলগুলির জন্য উপযুক্ত সংখ্যায় শিক্ষক, হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন চালানোয় দক্ষ স্থায়ী কর্মী, খেলার মাঠ, অব্যাহত বিদ্যুৎ পরিষেবা, পরিস্রুত পানীয় জল, রাস্তাঘাট, সুষ্ঠু টেলি যোগাযোগ, রামকৃষ্ণপুরে গ্রামীণ হাসপাতাল ইত্যাদি৷