Home / খবর / অশীতিপর বৃদ্ধাও ধর্ষণের শিকার বিক্ষোভ নদিয়া জেলাশাসক দপ্তরে

অশীতিপর বৃদ্ধাও ধর্ষণের শিকার বিক্ষোভ নদিয়া জেলাশাসক দপ্তরে

এ কোন খাদের কিনারায় দাঁড়িয়ে আমাদের সমাজ, যেখানে অশীতিপর বৃদ্ধাকেও ধর্ষিতা হতে হয় এমনই নারকীয় ঘটনার সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গ৷ ২২ অক্টোবর রাতে নদিয়া জেলার চাকদহ ব্লকের গঙ্গাপ্রসাদপুর গ্রামে কুড়ি বছরের এক মদ্যপ তরুণ একজন অশীতিপর বৃদ্ধাকে ধর্ষণ করে৷ এই কদর্য নারকীয় ঘটনায় শিউরে উঠেছেন রাজ্যের মানুষ৷

এই ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে ডিএসও,  ডিওয়াইও, এমএসএস ২৬ অক্টোবর কৃষ্ণনগরে নদিয়া জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখায়৷ এই ধরনের অপরাধ দমন করতে মদ নিষিদ্ধ করার দাবি জানান সংগঠনগুলির নেতৃবৃন্দ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নতুন করে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ জেলাশাসককে স্মারকলিপি দেন৷

(৭১ বর্ষ ১২ সংখ্যা ২ – ৮ নভেম্বর, ২০১৮)