Home / খবর / অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলনে

অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলনে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নিজস্ব ভবন তৈরি করে উপযুক্ত পরিকাঠামো, বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট ব্যবস্থা চালু, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা, স্থায়ীকরণের নিশ্চয়তা প্রদান, নিয়মিত মাসিক বিল পেমেন্ট, রেশন রেট ও জ্বালানি রেট বৃদ্ধি, হলুদ ও লবণ সরবরাহ, কেন্দ্র চলাকালীন নিরাপত্তা প্রদান, সরকারি ছুটি বৃদ্ধি, কর্মরত অবস্থায় কর্মী সহায়িকা মারা গেলে ঘোষিত তিন লক্ষ টাকা ভাতা উত্তরাধিকারীদের প্রদান, দপ্তরের কাজে ব্যবহারের জন্য প্রত্যেক কর্মীকে অ্যান্ড্রয়েড সেট ও সিম রিচার্জের ব্যবস্থা, নিউ পোষণ ট্র্যাকার অ্যাপ স্থগিত করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ প্রভৃতি দাবিতে ৩ জুন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সুসজ্জিত মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের নানা রাস্তা পরিক্রমা করে।

রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিতের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডিপিও-র কাছে ডেপুটেশন দেয়। বহরমপুর টে’টাইল কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত, সাবিত্রী মাহাতো, আরিফা বেগম। এআইইউটিইউসি মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামসুল আলম। ডিপিও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করে কিছু দাবি দ্রুত পূরণের আশ্বাস দেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪২ সংখ্যা ১০ জুন ২০২২